কমিটি নিয়ে দাবা ফেডারেশনের চিঠি, এখনও পায়নি ক্রীড়া পরিষদ
আগামী ১৪ জুন দাবা ফেডারেশনের নির্বাচিত কমিটির চার বছর মেয়াদ পূর্ণ হচ্ছে। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্বাচন কবে হবে, তা হয়ে পড়েছে অনিশ্চিত। এরই মধ্যে অবশ্য ফেডারেশন থেকে অ্যাডহক, অর্থাৎ অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে।
যদিও ক্রীড়া পরিষদ এখনও কোনও চিঠি পায়নি।বর্তমান সভাপতি ও পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত চিঠিতে নতুন কমিটির তালিকা জমা দিয়েছে দাবা ফেডারেশন। যেখানে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমকে একই পদে রেখে তালিকায় যোগ করা হয়েছে আগের কমিটির বেশিরভাগ সদস্যকে।
এ বিষয়ে শাহাবুদ্দিন শামীম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১৪ জুন। তাই আগেই আমাদের সভাপতি মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছেন। চিঠিতে আগামীতে অন্তর্বর্তীকালীন সময়ে দাবা ফেডারেশনের দায়িত্বে যারা থাকবেন, তাদের একটি তালিকা করে দেওয়া হয়েছে। যেন এই কমিটি নতুন নির্বাচনের আগে দায়িত্ব পালন করতে পারে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.