আল্লু অর্জুনের যে ছবিটির রিমেক করবেন রনবীর সিং? বিনোদন - চ্যানেল আই অনলাইন ৮ জুন, ২০২০ ২০:৫৫ চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘আলা ভাইকুন্তাপুরামলো’। সিনেমাটি ব্যাপক ব্যবসাসফলও হয়েছিল। এবার গুঞ্জন উঠেছে সুপারহিট এই সিনেমাটির হিন্দি রিমেক নিয়ে হাজির হবেন বলিউড তারকা রণবীর সিং।
তবে কি সত্যিই এমনটা হবে? বিষয়টি নিয়ে রণবীরের এক বিশেষ সূত্রের বরাতে ভারতীয় মিডিয়া বলছে, রণবীর আপাতত নতুন কোন সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন না। এছাড়াও সূত্রটি আরো জানিয়েছে, মহামারী করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যেই মুক্তি স্থগিত রয়েছে রণবীরের বেশ কয়েকটি সিনেমা। একই সাথে বাকি রয়েছে তার অভিনীত আসন্ন সিনেমা ‘জয়েশভাই জোয়ার্দার’ এবং ‘তখত’ এর শুটিং।
মোঘল সাম্রাজ্যের স্বর্ণযুগের ইতিহাস বড়পর্দায় উঠে আসবে করণ জোহর পরিচালিত ‘তখত’ সিনেমার হাত ধরে। যেখানে শাহজাহানের ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। এছাড়াও মোঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করবেন ভিকি কৌশল এবং রণবীর সিংকে দেখা যাবে শাহজাহানের বড় ছেলে তথা ঔরঙ্গজেবের দাদা দারা শিকোরের ভূমিকায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.