এসএসসিতে কেউ পাশ না করায় প্রধান শিক্ষককে শোকজ!

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৯:৩৩

চকরামপুর উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী পাশ না করায় প্রধান শিক্ষককে শোকজ করেছে দিনাজপুরের খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

চলতি শিক্ষাবর্ষে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে চকরামপুর উচ্চ বিদ্যালয় হতে ৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কোন শিক্ষার্থী পাস করেনি। এর সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়ে গত ২ জুন ৩ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ নোটিস পাঠিয়েছে।

খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজমুল হক শোকজ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, শোকজ করার পর প্রধান শিক্ষক শরিফুল ইসলাম দায়সারাভাবে লিখিত জবাব দিয়েছিল। তবে সে জবাবে ভাষাগত সমস্যা ও বানান ভুল হওয়ায় তা গ্রহণ করা হয়নি। জবাবের পর টেস্ট পরীক্ষার খাতা মূল্যয়ন ও প্রশ্নপত্র বাজারের ক্রয় করা নাকি হাতে তৈরি করা তা যাচাই-বাছাই করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও