পাঁচ মিনিটেই বানিয়ে নিন কিটো ওটস অমলেট

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৫:৪৯

শরীরের বাড়তি ওজন নারী পুরুষ সবারই দুশ্চিন্তার কারণ। ওজন কমাতে শারীরিক কসরতের পাশাপাশি বিভিন্ন ডায়েট মেনে চলেন। এর মধ্যে বর্তমানে ওজন কমাতে কিটো ডায়েট সবচেয়ে জনপ্রিয়। এটি লো কার্ব আর উচ্চ ফ্যাট সমৃদ্ধ ডায়েট।  এখন বেশিরভাগ মানুষ ঘরেই অবস্থান করছেন। এজন্য দেরিতে ঘুম থেকে উঠে একবারে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন। এদিক থেকে সকালের নাস্তা বাদ পরছে।

যা আপনার ওজন আরো বাড়িয়ে দিতে পারে। সকালের নাস্তায় খুব সহজে তৈরি করা যায় এমন খাবারই ভালো। এজন্য বানিয়ে নিতে পারেন কিটো ওটস অমলেট। জেনে নিন রেসিপি- উপকরণ: ওটস ৩ টেবিল চামচ, তরল দুধ ১ টেবিল চামচ, ডিম ৪ টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ১ টেবিল চামচ, গাজর কুচি ২ টেবিল চামচ, টমেটো কুচি ২ টেবিল  চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, অলিভ অয়েল পরিমাণ মতো। এর পরিবর্তে ঘি অথবা মাখন নিতে পারেন।

প্রণালী: একটি পাত্রের মধ্যে ওটস আর দুধ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার আরেকটি পাত্রে  ডিম ফেটিয়ে নিন। এর মধ্যে বাকি সব উপকরণ মিশিয়ে নিন ভালোভাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও