You have reached your daily news limit

Please log in to continue


১৪ দিন দেশে থাকবে চীনের বিশেষজ্ঞ দল

বাংলাদেশের করোনা মোকাবিলায় সহযোগিতা করতে চীনের ১০ সদস্যের করোনা বিশেষজ্ঞের একটি বিশেষ প্রতিনিধি দল সোমবার (৮ জুন) ঢাকায় এসেছে। তারা বাংলাদেশে ১৪ দিন থাকবেন। এ সময়ে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামরিক ও বেসামরিক করোনা হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার ও ল্যাবরেটরি পরিদর্শন করবেন। সোমবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘আজ সকালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চীন থেকে ১০ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল এসেছে। এই দলটি ১৪ দিন বাংলাদেশে অবস্থান করবে। এ সময়ে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামরিক এবং বেসামরিক করোনা হাসপাতালগুলোর কোয়ারেন্টাইন সেন্টার, ল্যাবরেটরি পরিদর্শন করবেন। সেখানে ব্যবস্থাপনা বিষয়সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন। এই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় উপদেষ্টা কমিটি, জাতীয় কারিগরি কমিটি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন। এছাড়া তারা অনলাইনের মাধ্যমে সারাদেশের হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত হবেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন