You have reached your daily news limit

Please log in to continue


স্বার্থের দ্বন্দ্বে কবরস্থানে ঝুলল তালা!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গোবরগাড়া গ্রামে অবস্থিত একটি কবরস্থানে শুক্রবার রাতে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় একটি মহল। দুই দিন ধরে ওই কবরস্থানে তালা ঝুলছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। স্থানীয়রা জানায়, কবরস্থান কমিটির সভাপতি স্থানীয় এমজি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল হকের বাবা আজাহার আলী ৪১ বছর আগে নিজের দুই বিঘা জমি দান করেন কবরস্থানের জন্য। তিনি মারা যাওয়ার পর ২০০৮ সালে তাঁর ছেলে ওহিদুল হক সভাপতির দায়িত্ব নেন। এরপর ওই কবরস্থানের নানা উন্নয়ন কাজ করেন তিনি। কিন্তু গত ২৫ মে ঈদের নামাজ শেষে এলাকার হামিদুল ইসলাম, মাহমুদ মাস্টার ও নাসির উদ্দিন কবরস্থান উন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার কথা বলে এলাকাবাসীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। কিন্তু পরে উন্নয়নের আবেদনের পরিবর্তে সভাপতি ওহিদুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করে ওই গণস্বাক্ষর সংযুক্ত কাগজ রোববার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন