‘লকডাউনে অভিজাতদের লাভ, পথে বসবে গরীবরা’
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে পাকিস্তানের । এরই মধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে রেকর্ড সংখ্যক হারে। তা সত্ত্বেও পাকিস্তানে ফের লকডাউন জারি করতে রাজি নন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। লকডাউন বিষয়ে তার প্রধানমন্ত্রীর দাবি, এ সবই অভিজাতদের ধারণা। তার মতে, ফের লকডাউনের ফলে পাকিস্তানের অর্থনীতি ধসে পড়বে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দারিদ্র।সূত্র- দ্য ডন।
শনিবার এ নিয়ে একাধিক টুইট করেছেন ইমরান। তার একটি টুইটে তিনি লিখেছেন, 'গোটা বিশ্বই স্মার্ট লকডাউনের পথ খুঁজে নিয়েছে। যাতে রয়েছে এসওপি মেনে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া।'
প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি, লকডাউন অভিজাতদের পক্ষেই সুবিধাজনক। তাতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন দেশের গরীবরাই। তিনি বলেন, 'লকডাউন চাইছেন— অভিজাতরা যাদের বিশাল বাড়ি রয়েছে, সেই সমস্তদের আয়ে লকডাউনের প্রভাব পড়বে না। তবে লকডাউনের ফলে অর্থনীতি ধসে পড়বে এবং গরীব দেশে দারিদ্র আরো বাড়বে। গরীব মানুষকে ধ্বংস করে দেবে, ঠিক যেমনটা মোদীর ভারতে হয়েছে।'