কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার রেড জোনে ৫০ জেলা, সম্পূর্ণ লকডাউন ঘোষণা

বার্তা২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১১:২১

করোনাভাইরাস প্রতিরোধে ৫০টি জেলা ও ৪০০ উপজেলা সম্পূর্ণ লকডাউন (রেড জোন) করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া আংশিক লকডাউন (ইয়েলো জোন) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। এছাড়া লকডাউন নয় (গ্রিন জোন) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।

রোববার (৭ মে) সকাল থেকে স্বাস্থ্য অধিদফতর এই লকডাউন কার্যকরের জন্য ব্যবস্থা নিয়েছে। এর আগে শনিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা তথ্য সম্পর্কিত ওয়েবসাইট এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় ঢাকা বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন দেখানো হয়েছে গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলাকে। শুধু ঢাকা ও ফরিদপুর জেলাকে আংশিক লকডাউন।

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের তালিকায় ঢাকা শহরের ৩৮টি এলাকাকে আংশিক লকডাউন হিসেবে দেখানো হয়েছে। লকডাউন নয় বলে দেখানো হয়েছে ১১টি এলাকাকে। এখন পর্যন্ত পুরোপুরি লকডাউন হিসেবে ঢাকার কোনো এলাকাকে দেখানো হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও