জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়রের ছোট মেয়ের সংস্পর্শে আসায় এবার মেয়রের স্ত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। একই সাথে নমুনা পরীক্ষায় বড় মেয়ে ও মেয়রের করোনা নেগেটিভ এসেছে। ওই মেয়রের স্ত্রীসহ গতকাল শনিবার জেলায় আরো ১২ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মৎস্য কর্মকর্তা, পুলিশের দু’জন এসআই, একজন নারী পোশাককর্মী, ক্যান্সারে আক্রান্ত এক নারী ও একজন নারী পরিচ্ছন্নকর্মী রয়েছেন। জেলার সিভিল কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার জামালপুরের ৯৯টি নমুনা পরীক্ষায় জেলার চার উপজেলায় ১২ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে ইসলামপুরে পাঁচজন, মাদারগঞ্জে তিনজন, মেলান্দহে দু’জন ও সরিষাবাড়ী উপজেলায় দু’জন রয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.