করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শুক্রবার ব্রেইন স্ট্রোক ও তার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সময়সীমা ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৭২ ঘন্টা করেছেন চিকিৎসকরা।
শনিবার সকালে মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয় এমন তথ্য জানিয়ে সমকালকে বলেন, ৭২ ঘণ্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। পরিবারের পক্ষ থেকে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে আবারও দেশবাসীর দোয়া চেয়েছেন তানভীর শাকিল জয়।
এর আগে শুক্রবার দুপুরে মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, আরও দু’দিন (৪৮ ঘণ্টা) অচেতন অবস্থায় হাসপাতালের আইসিইউতে থাকতে হবে তাকে। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.