সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সেলিব্রিটিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই তালিকায় রয়েছেন বিশ্বের ১০০ জন জনপ্রিয় সেলিব্রিটি। এ বছরের সেই তালিকায় বলিউড থেকে ঠাঁই পেয়েছেন কেবল ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার। ১০০ জনের তালিকায় তার স্থান ৫২তম। ফোর্বসের গত বছরের তালিকাতেও বলিউড থেকে শুধু অক্ষয়ই ছিলেন।
খিলাড়ি অভিনেতাকে ‘বলিউডের সর্বোচ্চ আয় করা স্টার’-এর তকমা দিয়েছে ফোর্বস। সেখানে ৫২ বছর বয়সী অক্ষয়ের বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে চার কোটি ৮৫ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় যা ৩৬৬ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা। আয়ের নিরিখে হলিউডের জনপ্রিয় কয়েকজন সেলিব্রিটিদের থেকেও এগিয়ে রয়েছেন এই বলিউড তারকা।যেমন, হলিউড থেকে অ্যাঞ্জেলিনা জোলি রয়েছেন ফোর্বসের তালিকার ৯৯তম স্থানে। উইল স্মিথ ৬৯তম স্থানে। এদের থেকে আয়ের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছেন অক্ষয় কুমার। এমনকি হলিউডের রিহানা, লেডি গাগা, কেটি পেরির মতো পপ তারকাদের থেকেও র্যাঙ্কিংয়ে এগিয়ে আছেন এই ভারতীয় অভিনেতা।
যদিও গত বছরের তুলনায় ফোর্বস র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন অক্ষয়। গত বছর ফোর্বসের তালিকায় ৩৩ নম্বরে ছিলেন তিনি। তখন তার আয় ছিল ছয় কোটি ৫০ লাখ ডলার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.