You have reached your daily news limit

Please log in to continue


ঘরবন্দী সময়ে গল্প লিখেছেন ফারিন

এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিন। অভিনয়ে মুন্সিয়ানা দেখিয়ে স্বল্প সময়ে দর্শকের কাছে পৌঁছেছেন। ভিন্নধর্মী চরিত্রে ফারিন নির্মাতাদের কাছেও ভরসার নাম। করোরাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে ঘরবন্দী এ অভিনেত্রী। এই সময়টায় ঘরের কাজ করার পাশাপাশি পছন্দের ছবি দেখা কিংবা আনুষঙ্গিক কিছু কাজে ব্যস্ত ছিলেন। পাশাপাশি অবসরে লেখালেখির হাতটা ঝালাই করে নেয়ার চেষ্টা করেছেন তিনি। তাই এরই মধ্যে একাধিক ছোটগল্প লিখেছেন তিনি। এ প্রসঙ্গে ফারিন বলেন, ঘরবন্দী প্রথম কয়েকদিন অতিক্রম করার পর গল্প লেখায় মনযোগ দেই। এগুলো কেমন হয়েছে তা হয়তো বলতে পারব না। প্রকাশ হলেই প্রতিক্রিয়া পাওয়া যাবে। এবার ঈদে ফারিনের ১৬টি নাটক প্রচারিত হয়েছে। এর মধ্যে 'মন ছুটে যায়', 'দেবদাস জুলিয়েট', 'লুকিয়ে বাঁচুক ভালোবাসা', 'আমি পাগল বলছি', 'কালাচাঁন ০০৭', 'রাজনীতি পার্ট ওয়ান', 'রাজনীতি পার্ট টু', 'ডেঞ্জার লাভ', 'পাশের বাসার মেয়ে', 'চলো পালাই', 'মনে মনে', 'আনলিমিটেড পেরা', 'ফেক আইডি', 'ডেটিং সেটিং', 'ফেক প্রেম', ও 'টয় বয়' অন্যতম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন