এশিয়া সেরা বিশ্ববিদ্যালয়ের ৪০০তেও নেই বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুন ২০২০, ০৯:১৩

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এ বছর জায়গা করে নিয়েছে ভারতের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে আবার ছয়টিই আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউটস অব টেকনোলজি)। সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন 'এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০' নামে এ তালিকাটি প্রকাশ করেছে। এতে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি ২৩টি চীনের। তবে সেরা চারশ’র মধ্যে জায়গা হয়নি বাংলাদেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের।

তালিকার এক নম্বরে রয়েছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। এর পরেরটিও চীনের- পেকিং ইউনিভার্সিটি। তৃতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, চতুর্থ ইউনিভার্সিটি অব হংকং, পঞ্চম হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ষষ্ঠ সিঙ্গাপুরের নানইয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি, সপ্তম টোকিও ইউনিভার্সিটি, অষ্টম চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং, নবম দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং দশম অবস্থানে রয়েছে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে বেঙ্গালুরুর 'দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স'। এশিয়া সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৬ নম্বরে রয়েছে এটি। সেরা পঞ্চাশের মধ্যে রয়েছে আইআইটি-রোপড় (৪৭)। এছাড়া, আইআইটি ইন্দোর ৫৫, আইআইটি-খড়গপুর ৫৯, আইআইটি-দিল্লি ৬৭, আইআইটি-বোম্বে ৬৯ এবং আইআইটি রুরকি রয়েছে ৮৩ নম্বরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও