করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের এক মন্ত্রী। গুলাম মুর্তজা বেলুচ সিন্ধ প্রদেশের মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ছিলেন। খবর আল জাজিরার। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে কড়াকড়ি তুলে নেওয়া হয়েছে। জনসমাগম এবং ব্যবসা-বাণিজ্য পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।
কড়াকড়ি তুলে নেওয়ার পর থেকেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪ হাজার ৬৫ জন এবং মারা গেছে ৬৭ জন।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৬৩ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৮ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ৯২৩ জন।
পাকিস্তানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৮ হাজার ৯২৩টি। এছাড়া ১১১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.