করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং আক্রান্তের উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হওয়া তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তারা মারা যান। এদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত এবং বাকি দু'জন উপসর্গ নিয়ে আইসোলেশনে ছিলেন। উপসর্গ থাকা দু'জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট আসেনি।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান,আইসোলেশনে থাকা তিনজনের মধ্যে টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামের মাসুদ হোসেন (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৯ মে তার করোনা শনাক্ত হয়। তার অবস্থার অবনতি হলে ৩১ মে মুন্সীগঞ্জ শহরের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। বুধবার সকাল ১০টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।
তিনি জানান, প্রায় একই সময়ে আইসোলেশন সেন্টারে মারা যান করোনা উপসর্গ নিয়ে ৩১ মে ভর্তি হওয়া সদর উপজেলার মুক্তারপুরের জহিরুল ইসলাম (৪৫)। সেই দিনই তার নমুনা সংগ্রহ করে পরদিন পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি মারা গেলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.