সৃষ্টিকর্তার দিকেই তাকিয়ে আছি : নোবেল
বাংলাদশের জনপ্রিয় মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। তবে শোবিজে নোবেল বলেই জানেন সবাই। এখন পর্যন্ত তিনিই দেশের সবচেয়ে দামি এবং নামী মডেল। দেশীয় মডেলিং জগতে নিজের একচ্ছত্র রাজত্ব এখনো টিকিয়ে রেখেছেন। দেশের এ অবস্থায় বর্তমানে তিনি অবস্থান করছেন নিজ গৃহে। তার কর্মব্যস্ততা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সাথে।লিখেছেন অরণ্য শোয়েব
জাগো নিউজ : ঈদ কেমন কাটলো?
নোবেল : বাসায় কেটেছে। পরিবারের সাথে সারাদিন ঘরেই ছিলাম। বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিলো না। প্রতিবারের ঈদের চেয়ে একদমই আলাদা ঈদ করলাম এবার। তারপরও ভালো আছি সুস্থ্য আছি এটাই অনেক কিছু এই মুহূর্তে।
জাগো নিউজ : দীর্ঘ অবসর সময়টা যাচ্ছে কিভাবে ?
নোবেল : মার্চ মাসের শেষের দিক থেকেই বাসায় আছি। মাঝে দু একবার বের হয়েছিলাম কেনাকাটার জন্য।পরিবারকে সময় দিচ্ছি। মাঝেমধ্যে বাসার ছাদে হাঁটাহাঁটি করছি। আর আমি একটি টেলিকমিনিকেশন কোম্পানিতে কাজ করি। সেক্ষেত্রে বাসায় থাকলে অফিসের কাজ নিয়ে ব্যাস্ত থাকা হয়। অফিসের কাজ বাসায় বসে করতে হচ্ছে। ফুল অফিস এখন বাসার সাথে কানেক্ট। দিন রাত এক করে কাজ করতে হচ্ছে। পাশাপাশি বন্ধু আত্মীয়স্বজনদের খোঁজ নিচ্ছি।