২০২১ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না
করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া শৈশব ও কৈশর থেকে নীতি নৈতিকতা বিষয়ে শিক্ষাদানে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি পৃথক বিষয় পড়ানোর সিদ্ধান্ত হয় সভায়। সেখানে নীতি নৈতিকতার পাশাপাশি ভদ্রতা, নম্রতা, আচার-ব্যবহার, ট্রাফিক আইন শেখানো হবে।
কোভিড-১৯ এর পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার আগে নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় নির্ধারণে মঙ্গলবার (২ জুন) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২১ সাল থেকে নতুন কারিকুলামে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান শুরুর কথা ছিল। কিন্তু সভায় জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে আড়াই মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং কবে নাগাদ শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে তা নিশ্চিত নয়। এ পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.