কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনিয়মের অভিযোগে আরো ১১ জনপ্রতিনিধিকে বরখাস্ত

ইত্তেফাক প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৮:৫১

করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণে ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তায় অনিয়ম ছাড়াও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দেশের আরও ১১ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (২ জুন) চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছয়জন ইউপি সদস্য এবং একজন পৌর কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করোনা ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই দেশের অনেক জনপ্রতিনিধিদের নামে ত্রাণ আত্মসাতের অভিযোগের চিত্র গণমাধ্যমে প্রকাশ পায়। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে প্রশাসন। ফলে অনিয়মের প্রমাণ পেলেই তাদেরকে বরখাস্ত করছে সরকার।

মঙ্গলবার ১১ জনের বহিষ্কারের মধ্য দিয়ে দেশে মোট ৮৫ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৮ ইউপি চেয়ারম্যান, ৫১ ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও