কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের দুই শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৮:০৪

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার রাতে জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পশ্চিম সদরদী গ্রামের ইউসুফ মাতুব্বরের মেয়ে মিতু আক্তার (১৭) নিজ বাড়ির শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে স্থানীয় রায়পাড়া সদরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। এদিকে রবিবার একই কারণে ওই বিদ্যালয়ের সামান্তা আক্তার নামে আরেক শিক্ষার্থী আত্মহত্যা করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ওই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। তবে ময়নাতদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও