![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020March/Debates-rage-in-Britain-as-some-children-go-back-to-school-696x365-2006020631.jpg)
স্কুল খোলার প্রথম দিনেই ব্রিটেনে বিশৃঙ্খলা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০২ জুন ২০২০, ১২:৩১
প্রাণঘাতী করোনাভাইরাসে লকডাউনের কারণে ব্রিটেনের প্রায় দশ সপ্তাহ বন্ধ পাঁচ লাখেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। কিছু দিন আগে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বেশি আক্রান্ত এলাকায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ করে ‘নো-গো জোন’ ঘোষণা করলেও দেশটিতে সোমবার থেকে খোলা হয়েছে কিছু প্রাইমারি স্কুল। তবে প্রথম দিনেই সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা।