টালিউডের জনপ্রিয় অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বড়সড় উত্থান হলো ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)। পশ্চিমবঙ্গের হুগলি থেকে নির্বাচিত লোকসভার সংসদ সদস্য লকেটকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক করা হয়েছে।
লকেট বিজেপির মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী ছিলেন। সোমবারই রাজ্য বিজেপি নতুন কমিটির ঘোষণা হয়।
রূপালী পর্দার এই অভিনেত্রী রাজনীতিতে পা রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের হাত ধরে। ২০১৫ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন লকেট। পরের বছর পশ্চিমবঙ্গের ময়ূরেশ্বর আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৭ সালে রূপা গঙ্গোপাধ্যায়কে সরিয়ে তিনি পশ্চিমবঙ্গে বিজেপির মোর্চার সভানেত্রী হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে লকেট ৭৩ হাজার ৩৬২ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.