গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ২০৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ জন। মারা গেছেন ১ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন। মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।
সিভিল সার্জন ডা. নিয়াজ জানান, নতুন করে গোপালগঞ্জ সদরে ১ জন, মুকসুদপুরে ২ জন, কোটালীপাড়ায় ১ জন ও কাশিয়ানী উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.