You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ নয়, আইপিএল খেলতে আগ্রহী স্মিথ

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমের শুরুর দিকের অংশ মিস করে হলেও আইপিএল খেলতে আপত্তি নেই স্টিভেন স্মিথের। অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা আছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের, তবে সেটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা জোরালোই হচ্ছে। শেষ পর্যন্ত সেটি যদি পিছিয়ে যায়, এবং ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ হয়, সেক্ষেত্রে স্মিথ খেলবেন আইপিএলেই। আইপিএলে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ স্মিথ, এবারের আসরে তাকে অধিনায়কের দায়িত্বও দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। সোমবার নিউ সাউথ ওয়েলসের সঙ্গে সিডনিতে অনুশীলন করতে এসে এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল নিয়ে নিজের মত দিয়েছেন স্মিথ,‘দেশের হয়ে বিশ্বকাপ খেলাটা সবচেয়ে বড় বিষয়, সেটা হোক ওয়ানডে বিশ্বকাপ অথবা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই আসরগুলোকেই আমি প্রাধান্য দিব। তবে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায়, আর আইপিএল অনুষ্ঠিত হয় তাহলে আমি সেখানে খেলব।’ ক্রিকেট কবে নাগাদ মাঠে ফিরতে পারে বা খেলোয়াড়রা আসলে বিষয়টি নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে স্মিথের সোজাসাপ্টা উত্তর, ‘আশা করি এই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে। তাই এটা নিয়ে আলাদা করে কিছু ভাবছি না। সরকার এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করে নিজেদের কাজ চালিয়ে যাওয়াটাই এখন মূল বিষয়। যদি খেলা দ্রুত শুরু করা সম্ভব হয় তাহলে ভালো, না হলেও অসুবিধা নেই। কারণ পৃথিবীতে এখন যা হচ্ছে সেসবের সামনে ক্রিকেট খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যখনই খেলা শুরু হোক না কেন, আমরা শারীরিক, মানসিক সব দিক দিয়ে তৈরি হয়েই ফিরব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন