কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাইব্রেরিয়ানের মৃত্যু, সুপ্রিম কোর্ট সমিতি অফিস বন্ধ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৯:৫৮

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সহকারী লাইব্রেরিয়ান মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনের) কাজে ব্যবহৃত অফিস কক্ষটি আগামী এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অফিস বন্ধের বিষয়টি সোমবার (১ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আসাদুজ্জামান সর্বশেষ গত ২০ মে অফিস করেছিলেন। তবে করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যুর ঘটনা জানার পর আমরা শুধুমাত্র সেই অফিস কক্ষটি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছি। তবে বার ভবনে লকডাউনের কোন ঘোষণা দেয়া হয়নি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী লাইব্রেরিয়ান আসাদুল ইসলামের মৃত্যুর বিষয়ে কাজল বলেন, আসাদ ঈদের আগের দিন থেকে জ্বরে আক্রান্ত ছিলেন এবং বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বন্ধের মধ্যেও আমার সঙ্গে যোগাযোগ ছিল। আজ সকালে তার অবস্থার অবনতি হলে তাকে সমিতির অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও