ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে। আহত বাংলাদেশি যুবক চোরাকারবারি সঙ্গে জড়িত বলে জানা গেছে। আহত যুবক গোপনে চিকিৎসা নিচ্ছে বলে একাধিক সীমান্তবাসী জানিয়েছেন। এ ঘটনায় ওই সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল জোরদার করেছে।
সীমান্তবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৫ এর সাব পিলার ১ এসের পাশে ভারতের অংশে একদল চোরাকারবারি অবস্থান করে। এসময় তাদের অবস্থান টের পেয়ে ভারতীয় ঝিঁগরী ক্যাম্পের ১৯২ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এসময় বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম (৪০) নামের যুবক আহত হন। আহত যুবক কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুস ছালামের ছেলে। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে বিএসএফ'র গুলি ছোড়ার প্রতিবাদ জানানো হয়েছে।