কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাবাকে দাফন করে জিপিএ-৫ পাওয়া সেই আমিরুল ডাক্তার হতে চায়

এসএসসি পরীক্ষার ঠিক আগের দিন পরীক্ষাকেন্দ্রে ছেলে সিট কোথায় পড়েছে তা দেখতে এসেছিলেন বাবা। কিন্তু স্কুলের মূল ফটকে ঝুঁলছে তালা। আসন বিন্যাস দেখতে আরো অনেকেই এসেছিলো। সবাই দেয়াল টপকে কেন্দ্রের ভেতরে যাওয়ার চেষ্টা করছে। এ সময় ঘটলো বিপদ। তোরণ ভেঙে পড়লো তার মাথায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বছরের ২ ফেব্রুয়ারি (রোববার)। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে। মারা যাওয়া এই বাবার নাম খোরশেদ আলম। ছেলে আমিরুল ইসলাম। পরদিন সকালে কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে এসেছিল আমিরুল। গতকাল (৩১ মে) প্রকাশ হয়েছে এবছরের এসএসসি পরীক্ষার ফল। ছোটখাটো গড়নের সেই ছেলেটি জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে সবাইকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, বাবার মৃত্যুর এমন শোক নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করেও বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে আমীরুল প্রমাণ করেছে সে সত্যিই অদম্য মেধাবী। তার এমন ফলাফলে শিক্ষক শিক্ষার্থীসহ গোটা এলাকাবাসী এখন খুশি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন