কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে যান চলাচল স্বাভাবিক

চ্যানেল আই প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৩:২৭

শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে যান চলাচল স্বাভাবিক জনপদ- সেমি লিডমুন্সীগঞ্জ - চ্যানেল আই অনলাইন ১ জুন, ২০২০ ১৩:২৭ দক্ষিণবঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার শিমুলিয়া কাঠালবাড়ী নৌরুটে যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার ভোর থেকেই যাত্রী ও যানবাহনের উপস্থিতি কম রয়েছে। নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় কোন গাড়ি নেই। লঞ্চ, স্পীডবোট ও ফেরিগুলোতে যাত্রীদের উপস্থিতি হাতেগোণা।


ভোর থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। মোট সিটের অর্ধেক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে। বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞাপন গণপরিবহন মালিকরা জানান, ঘাট এলাকার স্ট্যান্ডগুলোতে ৪শ’ গণপরিবহনের ১২টি কাউন্টার খোলা রয়েছে। বিগত দিনে ৩৭ জন যাত্রী নিলেও এখন নেয়া হচ্ছে ২৫ জন যাত্রী। পূর্বে জনপ্রতি ভাড়া ছিলো ৭০ টাকা এখন ভাড়া নেয়া হচ্ছে ১২০ টাকা।


তবে সকাল থেকে কাউন্টারগুলোতে যাত্রীদের গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বাসের ভিতরের সিট ভাগ করে কিছুটা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেখা গেছে। শেয়ার করুন: যান চলচলশিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও