জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল, স্ত্রী-পুত্র করোনায় আক্রান্ত
এনটিভি
প্রকাশিত: ০১ জুন ২০২০, ১০:৫৫
নভেল করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর এবার তাঁর স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও আক্রান্ত হয়েছেন।
জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হকের জ্বর রয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় তিনি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ছেলে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সেলের প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। হাসপাতালে চিকিৎসা চলছে।’ মিন্টু বলেন, ডা.