সিঙ্গাপুরে ভিডিওকলে বিয়ের অনুমতি, অনুষ্ঠানে অতিথি ১০ জন
সিঙ্গাপুরে মুসলমানদের শারীরিক দূরত্ব বজায় রেখে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। কাল মঙ্গলবার থেকে মুসলিম সম্প্রদায়ের বর-কনের বিয়েতে সর্বোচ্চ ১০ জন অতিথি উপস্থিত থাকতে পারবে। তবে ভিডিওকলে উপস্থিত থেকে আত্মীয়-স্বজনরা যেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সে ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম মঙ্গলবার থেকে মুসলিম বিবাহ রেজিস্ট্রি চালু হচ্ছে। পরে ১৩ জুন থেকে সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের নির্ধারণ করে দেওয়া মসজিদগুলোতে বিয়ে পড়ানো হবে। করোনার জেরে হয়ে যাওয়া লকডাউন খুলতেই গতকাল রবিবার এ ধরনের তথ্য জানানো হয়।
সিঙ্গাপুরের যুব ও সংস্কৃতি মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। তাতে বলা হয়েছে, বিয়েতে সর্বোচ্চ ১০ জন অতিথি উপস্থিত হতে পারবে। এছাড়া দু'জন করে সাক্ষীও থাকতে পারবে। সেই সঙ্গে বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। যদিও পরিবারের বয়স্ক সদস্যদের অনুষ্ঠানস্থলে উপস্থিত না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.