![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/05/11/540c5f14dadaec4bde6508292bab0a98-5732e3cc7713f.jpg?jadewits_media_id=92719)
বরিশাল বোর্ডে এসএসসির ফলে মেয়েরা এগিয়ে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৯:২৭
এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ৭৯.৭০ ভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন। গতবার পাসের হার ছিল ৭৭.৪১ ভাগ। এই বোর্ডে গতবারের চেয়ে পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে। ছেলেদের চেয়ে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়াতে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের পাসের হার হার ৮২.৬৭,...