অতিরিক্ত টাকার বিল, বরখাস্ত রসিকের সহকারী প্রকৌশলী

বার্তা২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ২০:৫০

ড্রেন নির্মাণ কাজে ৯৮ লাখ টাকা অতিরিক্ত বিল দেখানোয় রংপুর সিটি করপোরেশনের (রসিক) সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।রোববার (৩১ মে) দুপুরে ঠিকাদারি কাজের বিল উপস্থাপনে অনিয়মের অভিযোগে ওই কর্মকর্তাকে এই শাস্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন জানান, রংপুর সিটি কপোরেশনের ঠিকাদার খায়রুল কবীর রানা নগরীর কামাল কাছনা, গুপ্তপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ড্রেন নির্মাণ করেন। সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের সহযোগিতায় ওই কাজের বিল তৈরিতে ৯৮ লাখ টাকা বেশি দেখানো হয়।

তিনি আরও জানান, অতিরিক্ত বিল প্রদানের বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ নিয়ে গত মার্চ মাসে সিটি কপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যারা হলেন প্রকৌশলী আসাদুল হক ও আল আমিন। ওই কমিটি বিষয়টি তদন্ত করে ৯৮ লাখ টাকা অতিরিক্ত বিল প্রদানের সত্যতা তুলে ধরে মেয়রের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও