কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজশাহীতে চলছে কমিউনিটি সংক্রমণ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৮:০৮

করোনা সংক্রমণ ঠেকাতে প্রায় দুই মাস পর অফিস খুলছে রোববার। এর আগে শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় ৪০ জনের করোনা ধরা পড়লো। এর বিপরীতে সুস্থ হয়েছেন মাত্র তিনজন। সবমিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০০ জন। এখন হাসপাতালে চিকিৎসাধীন ২৩৭ জন। এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন।

শনিবার দুপুরে স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভাগজুড়ে ৪০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৮ জনই বগুড়ার। বগুড়ায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন। আর করোনায় প্রাণ গেছে একজনের। এছাড়া এখন হাসপাতালে ভর্তি ৫৫ জন।

নতুন করে ১৩ জনের করোনা ধরা পড়ায় নওগাঁয় আক্রান্ত দাঁড়িয়েছে ১১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ছয়জন। গত ২৪ ঘণ্টায় ছয়জনের করোনা ধরা পড়েছে জয়পুরহাটে। এ পর্যন্ত এই জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭২ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও