কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউনের গল্প নিয়ে তিন পরিচালকের 'ত্রিভুজ'

ঢাকা টাইমস প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৭:৪২

কিছুদিন আগে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন ঢাকাই সিনেমার কয়েকজন নির্মাতা ও কলাকুশলীর সঙ্গে কাজের আগ্রহ দেখান। তখন নিছক সোশ্যাল মিডিয়া পোস্ট মনে হলেও এখন দেখা যাচ্ছে তার পেছনে আরেকটি ঘটনা ছিল। আসছে কোরবানির ঈদকে টার্গেট করে এবার সত্যি সত্যি তেমন একটি ছবি বানাতে যাচ্ছেন। যে ছবিতে দীপংকর দীপন ছাড়াও পরিচালক হিসেবে আরও থাকছেন এ সময়ের দুই প্রতিভাবান নির্মাতা সৈকত নাসির ও অনন্য মামুন।

সিনেমার নাম 'ত্রিভুজ'। প্রযোজনা করবে নবীন প্রযোজনা সংস্থা সেলেব্রিটি প্রডাকশন। আজ দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃক খবরটি নিশ্চিত করা হয়েছে। পরিচালক অনন্য মামুন বলেন, 'প্রাথমিকভাবে সিনেমার নাম ঠিক করা হয়েছিলো ‘লকডাউন’।কিন্তু ‘করোনাভাইরাসের কারণে লকডাউনে অনেকেই এ নামে অনেক স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন। কিন্তু আমাদেরটি হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

তাই নাম পরিবর্তন করে 'ত্রিভুজ' রাখা হয়েছে।' ছবির গল্প নিয়ে মামুন বলেন, ‘লকডাউনের সময়কার গল্প বলবে 'ত্রিভুজ' সিনেমাটি।যেখানে উঠে আসবে তিনটি পরিবারের ক্রাইসিসের গল্প।লকডাউনে পরিস্থিতিতে মানুষের জীবনে কী পরিবর্তন হয়েছে,লকডাউন পরবর্তী সময়ে কিভাবে টিকে থাকবে মানুষজন,তাই নিয়েই বলবো আমরা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও