রুশ যুদ্ধবিমানের ধাওয়ায় পালাল মার্কিন বোমারু বিমান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৭:২৯
কৃষ্ণ সাগরের নিরপেক্ষ জলসীমার আকাশে টহল দেয়ার সময় রুশ যুদ্ধবিমানের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বোমারু বিমান। শুক্রবার কৃষ্ণ সাগরের নিরপেক্ষ জলসীমার আকাশের এ ঘটনায় উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কৃষ্ণ সাগরে মার্কিন দুটি বোমারু বিমান বি-ওয়ান এবং বি ল্যান্সারের একটি পেছনে ছুটছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। মস্কোর কর্মকর্তারা বলেছেন, কৃষ্ণ সাগরের এই মিশনে রাশিয়ার যুদ্ধবিমান এসইউ-২৭ এবং এসইউ-৩০ ব্যবহার করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার বিমানের কাছাকাছি আসার পর ধাওয়া দেয়া হলে মার্কিন বিমানগুলো রুশ ফেডারেশনের রাজ্য সীমান্ত থেকে দিক পরিবর্তন করে।