![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/05/online/facebook-thumbnails/567-samakal-5ed224011ef92.jpg)
রোববার খুলছে মসজিদে নববি
সমকাল
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৫:১৪
করোনাভাইরাসে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে মসজিদে নববি। শুক্রবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মহানবীর (স) স্মৃতিবিজড়িত মদিনার এই মসজিদটি রোববার থেকে খুলে দেয়ার অনুমোদন দিয়েছেন। তবে কড়া স্বাস্থ্য সতর্কতা মেনেই মসজিদে প্রবেশ করতে হবে সবাইকে।