করোনায় প্রাণ হারালেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা
এনটিভি
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৩:৩০
করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা ইমামুল কবীর শান্ত। আজ সকাল ৭টার দিকে তিনি সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শনিবার দুপুরে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা রাজিব মাহামুদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। রাজিব মাহামুদ বলেন, ‘গত ২২ মে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঈদের পরদিন, অর্থাৎ ২৬ মে তাঁকে সিএমএইচে ভর্তি করানো হয়। তবুও তাঁর অবস্থা ভালোর দিকে যাচ্ছিল না। অবশেষে আজ সকালে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গ