![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/06/08/58fc9d156d612cdbf534e35718395125-5938b50844adc.jpg?jadewits_media_id=864941)
নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১২:২৬
ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় স্থানীয় সাংবাদিক মো. মনিরুজ্জামান মুনিরকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পৌর এলাকার হাসপাতাল সড়কের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নলছিটি থানা-পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় নলছিটি থানায় মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করেন রানাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান।