You have reached your daily news limit

Please log in to continue


৬৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড

৬৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড। আগামী কয়েক বছরের মধ্যেই এই মোটরসাইকেল বাজারে আসবে। সম্প্রতি ভারতের একটি অটো ব্লগকে এই কথা জানিয়েছেন রয়েল এনফিল্ড সিইও ভিনোদ দাসারি। গত বছর ইনটারসেপটার ৬৫০ ও কন্টিনেন্টাল জিটি ৬৫০ মোটরসাইকেলে এই ইঞ্জিন দেখা গিয়েছে। রয়েল এনফিল্ড সিইও ভিনোদ দাসারি বলেন, ৬৫০ সিসি ভেরিয়েন্টে আমাদের একাধিক মডেল প্রয়োজন।’একাধিক ভেরিয়েন্টে নতুন মডেল বাজারে আসবে। বিগত কয়েক বছর ধরেই একই ইঞ্জিনে আলাদা ফ্রেম ব্যবহার করে নতুন মোতরসাইকেল লঞ্চ করেছে চেন্নাইয়ের কোম্পানিটি। আগামী কয়েক বছরেও একই পথ অনুসরণ করবে রয়েল এনফিল্ড। প্রত্যেক ত্রৈমাসিকে একটি নতুন মোটসাইকেল লঞ্চের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন