সাব্বির নাসির গত শতাব্দীর নব্বইয়ের দশকের গানের শিল্পী। অনেক দিন গান থেকে দূরে ছিলেন। বছরখানেক আগে আবার তিনি নতুন করে গানের জগতে যাত্রা করেছেন। এসেই 'তুমি যদি বলো', 'তোমার হবো বলে', 'বৈশাখী মেলায়', 'ফাগুন আসছে', 'হর্ষ', 'জল জোছনা', 'মৃত জোনাকি'সহ বেশ কিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন।
বিশেষ করে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) ঘরানার তাঁর গাওয়া গান 'মৃত জোনাকি' প্রকাশের পর দর্শক-শ্রোতামহল থেকে বেশ সাড়া পান তিনি। এবার লকডাউনের এই সময়ে ঘরবন্দী মানুষের জন্য ঈদের গান নিয়ে এসেছেন তিনি। এবারের গানের শিরোনাম 'পোকা'।
শারমিন সুলতানা সুমীর কথায় এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানচিল মিউজিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাব্বির নাসিরের নতুন গানের তথ্য জানানো হয়। এতে সাব্বির নাসির প্রসঙ্গে ফুয়াদ বলেন, 'সংগীত হলো শুদ্ধতার পথে এক অনন্ত যাত্রা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.