করোনায় মৃত মালিক, তিন মাস ধরে হাসপাতালে অপেক্ষায় কুকুর
বিশ্বজুড়ে মহামারি আকার নেয়া করোনাভাইরাসের শুরুটা হয়েছিলে চীনের হুবেই প্রদেশেই উহাস শহর থেকে। সেখানের একটা হাসপাতালে করোনায় মৃত্যু হওয়া এক ব্যক্তির অপেক্ষায় তিন মাস ধরে হাসপাতালে অপেক্ষা করছে তার একটি কুকুর।
কুকুরটির মালিক ওই হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিনের মধ্যে মারা গিয়ছিলেন। কিন্তু সেই খবরটি জানে না ছোট্ট কুকুরটি। আর সেই কারণে দীর্ঘ তিন মাস ধরে হাসপাতালের বাইরে অপেক্ষা করছে সে। খবর ডেইলি মেইল ও ফক্স নিউজের।এই দৃশ্য সামনে আসাতে অবাক হয়ে গিয়েছেন সকলেই। ওই হাসপাতালের সকলেই ওই কুকুরটির দেখভাল করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও স্থানীয় এক দোকানের মালিকও সিদ্ধান্ত নিয়েছেন ওই কুকুরটি দেখভাল করার। মালিক মারা যাওয়ার পর থেকে কুকুরটিকে দেখে ভালোবেসে ফেলেছেন সকলেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরটির ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। কুকুরটিকে বের করে দেওয়া হলেও বারবার ওই হাসপাতালের সামনে এসে ফিরে আসে। কুকুরের প্রভুভক্তির কথা সকলেই জানে। কিন্তু বাস্তবিক এই চিত্র দেখে অবাক হয়েছেন অনেকেই।