পাঁচ দিন পর দেশে এসেছে ভারতে খুন হওয়া বাংলাদেশি যুবক লোকমানের মরদেহ। ২৪ এপ্রিল ত্রিপুরা রাজ্যের গোপালনগরে চোর অপবাদ দিয়ে তাকে আটক করা হয়। পরে পিটিয়ে মেরে ফেলে সেখানকার লোকজন। শুরুতে অপমৃত্যু মামলা রুজুর পর লাশ হস্তান্তর করতে চায় ভারতীয় পুলিশ। তবে এতে সম্মত হয়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৮ মে ময়না তদন্তের রিপোর্ট পায় সেখানকার পুলিশ। এতে প্রমাণ মেলে লোকমানকে পিটিয়ে খুন করা হয়েছে। পরে হত্যা মামলা রুজু হয় সিদাই থানায়। এতে আসামী রাখা হয়েছে অজ্ঞাত। এসব ঘটনার পর শুক্রবার (২৯ মে) বাংলাদেশ-ভারত সীমান্তের মোহনপুর এলাকায় লাশ হস্তান্তর হয়েছে। নিহত লোকমান মাধবপুর উপজেলার মালঞ্চপুরের মৃত আব্দুল হাশিমের ছেলে।
মরদেহ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিদাই থানার এসিপি কামাল মজুমদার ও বাংলাদেশ পুলিশের পক্ষে কাশিমনগর ফাঁড়ির পরিদর্শক মোর্শেদ আলম। এর আগে মোহনপুর সীমান্তে ১৯৪ ফোর এস পিলার এলাকার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে কোম্পানী কমান্ডার দেলোয়ার হোসেন ও ভারতের পক্ষে উপস্থিত ছিলেন শশী কান্ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.