দূষিত বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা
দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আজ সোমবারও শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। সকাল সাড়ে ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুর মান সূচকের গড় স্কোর ছিল ২৭৩, যা ভীষণ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর মান পাওয়া গেছে কুর্মিটোলা এলাকায়, যার স্কোর ৪৩৫। বায়ুর মানের ক্ষেত্রে এটি বিপজ্জনক।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুর মান সূচকের গড় স্কোর ছিল ৩১৬, যা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৯৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। ১৯৪ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৮৯ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান। ১৮৮ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দূষিত বাতাস