শোয়েবকে প্রথম দেশে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ব্রেট লি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ২৩:৪৪

গতির লড়াই হতো একসময় দু’জনের মধ্যে। কে কাকে ছাড়িয়ে যেতে পারে, সেই লড়াই চলছিল ব্রেট লি আর শোয়েব আখতারের মধ্যে। অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের এই দুই পেসারেরই গতির লড়াইয়ে পুড়তে হয়েছিল অনেক ব্যাটসম্যানকে। বিশ্বক্রিকেটের দ্রুততম বোলারদের তালিকা করলে সেখানে থাকবেই অস্ট্রেলিয়ার ব্রেট লি আর পাকিস্তানের শোয়েব আখতারের নাম।

দু’জনই বল হাতে গতির ঝড় তুলতেন বাইশ গজে। গতির তুফানেই মিল রয়েছে দুই পেসারের। তবে দু’জনের সেই লড়াই শুরুর আগে শোয়েব আখতারকে দেশে মুগ্ধই হয়েছিল অস্ট্রেলিয়ার গতি তারকা লি। তিনি জানান, প্রথমবার যখন পাকিস্তানি পেসারের আগুনে গতির ডেলিভারি দেখেন, তখন তার কেমন লেগেছিল।

পাকিস্তানের এক সাংবাদিক ব্রেট লি’কে উদ্ধৃত করে টুইট করেন, ‘টিভিতে পাকিস্তানের এক টেস্ট ম্যাচ দেখছিলাম। তখনই দেখলাম চুল উড়িয়ে ছুটে দ্রুত গতির আর্ম অ্যাকশনের এই ছেলেটাকে। দেখেই ভাবতে বসলাম, এটা কে! এটা তো দুর্দান্ত গতি। কে এই ছেলেটা? এর নামই বা কি?’ শোয়েব ও ব্রেট লি পরবর্তীকালে মুখোমুখি হয়েছেন দুই দলের দুই পেসার হিসেবে; কিন্তু তা প্রভাব ফেলেনি সম্পর্কে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও