কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাঁতরে পালালো বালু উত্তোলনকারী, ৬ ড্রেজার ধ্বংস

বার্তা২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ২০:১৬

রংপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান চালিয়েছে মহানগর পুলিশ ও সদর উপজেলা প্রশাসন।অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ছয়টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।শুক্রবার (২৯ মে) বিকেলে নগরীর হাজিরহাট এলাকায় ঘাঘট নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের লোকেরা পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে নদী পার হয়ে পালিয়ে যান।সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাজিরহাট এলাকায় সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) শেখ মো. জিন্নাহ আল মামুন ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মিয়া যৌথ অভিযান পরিচালনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও