You have reached your daily news limit

Please log in to continue


১৪ বছর পার করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস আজ। দেশের ২৬তম বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০৬ সালের ২৮ মে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। লাল মাটির পাহাড় আর সমতল ভূমিতে গড়ে উঠা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে ১৪ বছর পার করে ১৫তম বর্ষে পদার্পণ করেছে। অন্যান্য বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হলেও বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসের সংকটময় অবস্থার কারণে এবার বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে না। প্রকৃতির কোলে মনোরম পরিবেশের এ বিশ্ববিদ্যালয়টি জ্ঞান চর্চার উর্বরভূমি। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ৭টি বিভাগ, ৩০০ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক ও ৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে চালু হওয়া এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ১৯টি বিভাগে অধ্যয়নরত প্রায় সাত হাজার শিক্ষার্থী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন