![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020March/Dinajpur-DM-2005281314.jpg)
দিনাজপুরে চোলাই মদপান: আরো তিনজনের মৃত্যু
দিনাজপুর বিরামপুরের পল্লীতে চোলাই মদপানে আরো তিনজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো নয়জন। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল আলিম নামে এক যুবক মারা যান।
বুধবার বিকেলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিরামপুর উপজেলার ইসলামপাড়ার তাপস কুমারের ছেলে অমৃত রায়, রাতে আব্দুল আজিজের ছেলে সোহেল রানা, আবুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন মারা যান।
এর আগে মঙ্গলবার রাতে নিজ বাসায় মামুদপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল মতিন, তোফাজ্জল হোসেনের ছেলে আজিজুল ইসলাম, সুলতান মাহমুদের ছেলে মহসিন আলী ও দুপুরে শফিকুল ইসলাম ও তার স্ত্রী মনজু আরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।