কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দর্শকবিহীন মাঠে খেলার অনুভূতি অদ্ভুত: মেসি

ঢাকা টাইমস প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৭:৪০

স্প্যানিশ সরকার ৮ জুন থেকে লিগ শুরুর সবুজ সংকেত দিয়েছে। তবে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ১১ জুন সেভিয়া-বেটিস ডার্বি দিয়ে লিগ শুরুর কথা ভাবছে। লিওনেল মেসির পায়ে আবার ফুটবল দেখার জন্য অনেকেই হয়তো ব্যাকুল হয়ে আছেন। সেই আশাও সব ঠিক থাকলে পূরণ হবে, তবে এবার আর মেসির গোলে চিৎকার হবে না ন্যু ক্যাম্পে।

দর্শকই যে থাকবে না কোনো। ব্যাপারটা মেনে নিয়েছেন মেসিও, তবে বলেছেন দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা হবে অদ্ভুত একটা অনুভূতি। লকডাউনের মধ্যে মেসি অবশ্য বেকার বসে নেই বেশ কিছুদিন। শুরুতে বাসায় থাকলেও ফিটনেস অনুশীলনের মাধ্যমে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করেছেন। আর এই মাস থেকে তো বার্সার অনুশীলনই শুরু হয়ে গেছে। এখন ১৪ জনের দলে অনুশীলন করছেন মেসিরা, ধীরে ধীরে নিজেদের ফিটনেসও ফিরে পাচ্ছেন। তবে এই মৌসুম তো বটেই, হয়তো এই বছরেই ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে মেসিদের।

স্পন্সর অ্যাডিডাসের জন্য লেখা একটা কলামে এই ব্যাপারটা বেশি ছুঁয়ে যাচ্ছে মেসিকে, ‘এই মৌসুমটা ফাঁকা মাঠে হবে, যেটা আসলে বড় চ্যালেঞ্জ। দল হিসেবে প্রস্তুতি হবে আর দশটা ম্যাচের মতোই। কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে ভক্তদের ছাড়া খেলার জন্য। যেটা আসলে একটু অদ্ভুত। যে কোনো খেলোয়াড়ের জন্য মাঠে গিয়ে এই অবস্থায় মনযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও