কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় এসবির এক এসআইয়ের মৃত্যু

ঢাকা টাইমস প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৬:৫৯

পুলিশের বিশেষ শাখা এসবিতে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) রাসেল বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পুলিশের জন্য ভাড়া করা বেসরকারি ইমপালস্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে পুলিশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫জনে।

ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা। তিনি জানান, গত ২৪ মে নমুনা পরীক্ষায় রাসেল বিশ্বাসের করোনা পজেটিভ ধরা পড়ে। সেই থেকে তিনি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে, রাসেলের গ্রামের বাড়ি বাগেরহাটে। শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবি শেষ করেছিলেন। এরপর ২০১৩ সালে ৩৪তম আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সবশেষ তিনি ঢাকায় এসবিতে এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাবা-মা, ভাই-বোন, স্ত্রী এবং একমাত্র শিশু ছেলে রেখে গেছেন। এদিকে রাসেলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার দাফন হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও