কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আগুনে ৫ জনের মৃত্যু, অপমৃত্যু মামলা করল ইউনাইটেড

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ গুলশান থানায় মামলাটি করেন। আজ দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ- কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হাসপাতালটি পরিদর্শন করেছেন। এসময় সাংবাদিকদের বলেন, 'ঘটনার সুষ্টু তদন্তের সকল ব্যবস্থা সিটি কর্পোরেশন থেকে করা হবে। এরই মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি আলামত সংগ্রহ করছে। তদন্তে কারএ গাফলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' গুলশানের ডিসি বলেন, 'রাতেই অপমৃত্যু মামলাটি হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এটি দায়ের করেছে।' মৃত ব্যক্তিদের পরিবার থেকে কেউ কোন অভিযোগ দিয়েছে কিনা জানতে চাইলে সুদীপ কুমার বলেন, 'আমি পরিবারগুলোকে বলেছিলাম তারা অভিযোগ দিলে আমরা নিবো। কিন্তু কেউ অভিযোগ না করেই মরদেহ নিয়ে গেছেন।' পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, 'নিহত পাঁচজনের মধ্যে চারজনের করোনা ধরা পড়েনি। একজনের পজিটিভ আসে। তার মরদেহ সরকারি নিয়ম মেনে দাফন করা হয়েছে।' বুধবার রাত ১০টা দিকে গুলশানের অভিজাত এই হাসপাতালটিতে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকেই আগুনের সূত্রপাত। আগুনে পাঁচজন রোগী দগ্ধ হয়ে মারা যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন