![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/05/28/131352uvd.jpg)
করোনা দুর্বল করতে অতি বেগুনি রশ্মি ব্যবহার করছে জাপান
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৩:১৩
জাপানের বেসরকারি একটি প্রতিষ্ঠান এবং মিয়াজাকি ইউনিভার্সিটি যৌথভাবে করোনাভাইরাস নিয়ে গবেষণা করেছে। তাতে দেখা গেছে, গাঢ় অতিবেগুনি রশ্মি করোনাভাইরাসের ক্ষমতা ৯৯.৯ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।
সেই গবেষণার ফল অনুসারে জাপানের একটি ফার্ম অতি বেগুনি রশ্মির জন্য নতুন ধরনের এলইডি তৈরি করেছে। আর সেটি ব্যবহারে করোনাভাইরাসের ক্ষমতা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এতে করে ভাইরাসটি কোনো মানুষের শরীরে বাসা বেঁধে তাকে কাবু করতে সক্ষম হবে না।
টোকিওভিত্তিক কম্পানি নিকিসো করপোরেশন বলছে, তাদের তৈরি অতি বেগুনি রশ্মি সমৃদ্ধ এলইডি মানুষের শরীরে সামান্য মাত্রার পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনকি পরিবেশের জন্যও তা ক্ষতিকর নয়।
প্রতিষ্ঠানটির দাবি, ওই এলইডি ব্যবহার করে অ্যালার্জির চিকিৎসা করা সম্ভব। সেই সঙ্গে বাতাস পরিষ্কারের জন্যও এটির ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।